দেশজুড়ে

মাধবপুরে জাসদ নেতার গাড়িতে দুর্বৃত্তদের গুলি

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে মৌলভীবাজার জেলা জাসদের সাধারণ সম্পাদকের মাইক্রোবাস লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে।মৌলভীবাজার জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল জানান, তার মালিকানাধীন একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৫-৩৫২৯) সোমবার রাতে তার ছেলেকে ঢাকায় পৌঁছে দিয়ে মৌলভীবাজার ফিরছিল। রাত সাড়ে ৩টায় মাধবপুর উপজেলার আন্দিউড়া নামকস্থানে পৌছলে একদল দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে গুলি ছুড়ে। গুলি গাড়ির পেছনে লেগে বিকট আওয়াজ হয়। চালক সিকান্দার আলী পেছনের চাকা ফেটে গেছে ভেবে গাড়িটি থামান। এর পরই ১০/১২ জনের একদল দুর্বৃত্ত স্বশস্ত্র অবস্থায় তাকে জিম্মি করে তার ও হেলপার সিজান মিয়ার কাছে থাকা নগদ টাকাসহ মোবাইল ফোনসহ মালামাল ছিনিয়ে নেয়।এসময় দুর্বৃত্তরা তাদেরকে বেধরক মারপিটও করে। উক্ত ঘটনায় গাড়িটির পেছনের অংশে ব্যাপক ক্ষতি হয়। তবে ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না।গাড়ির চালক সিকান্দার আলী জানান, এসময় উক্ত স্থানে আরও দু’টি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারের যাত্রীদের গতিরোধ করে মালামাল নিয়ে যায়। মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি। তিনি এ ব্যাপারে কিছু জানেনও না।খোকন/এমএএস/আরআইপি