আন্তর্জাতিক

পোল্যান্ডের গে মেয়র

পোল্যান্ডে প্রথমবারের মতো মেয়র হিসেবে নির্বাচিত হলেন কোনো গে রাজনীতিক। রবার্ট ব্রিডন উত্তর পোল্যান্ডের স্লাপস্ক শহরের মেয়র নির্বাচিত হয়েছেন। রবিবার এই নির্বাচন সম্পন্ন হয়। ফলাফল ঘোষণা করা হয়েছে সোমবার।রবার্ট ব্রিডন ২০১১ সালে পোল্যান্ডের প্রথম গে আইনপ্রেণতা হিসেবে নির্বাচিত হন। এবার ব্রিডন মেয়র নির্বাচিত হওয়ার অনেকেই মনে করছেন এর মধ্য দিয়ে রোমান ক্যাথলিক চার্চের গে (ও লেসবিয়ান) বিরোধী অনুশাসনের অবসান হতে যাচ্ছে। ফলে সমকামিতার জন্য আগামী দিনে বাধা কমে আসবে।আঞ্চলিক সংসদ ও মিউনিসিপাল সরকার নির্বাচনে পোল্যান্ডে অনেক গে প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা গেছে। এদের বেশিরভাগই তরুণ এবং প্রথমবারের মতো ভোটে দাঁড়িয়েছেন। মূলত বামপন্থী দলের নেতা হিসেবে তারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ব্রিডন ভিন্ন অন্য কোনো গে নেতা ভোটে জয় পাননি। - এনডিটিভি