আইসিসির বেধে দেয়া সময়ের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করে ফেলেছে প্রতিটি দল। ৮ ফেব্রুয়ারি ছিল দল ঘোষণার শেষ দিন। ওইদিনই বিশ্বকাপের অনেকগুলো দল ঘোষণা করা হয়। যদিও, আইসিসির কাছ থেকে অনুমতি নিয়ে দুই দিন পরে দল ঘোষণা করে পাকিস্তান।তবে, এর পরও ঘোষিত দলে পরিবর্তন এনেছে ভারত। অথচ আইসিসির কোনো অনুমতি নেয়া হয়নি এ ক্ষেত্রে। বিষয়টা নিয়ে এক ধরনের দ্বিধা তৈরি হয় যে, আইসিসির অনুমোদন ব্যতীত দলে পরিবর্তন আনা সম্ভব কি না।এ বিষয়ে কথা বলেছেন আইসিসির এক মুখপাত্র। তিনি সাংবাদিকদের বলেন, ‘বিশ্বকাপ শুরুর দিন পর্যন্তও দলে পরিবর্তন আনা যাবে। এ ক্ষেত্রে আইসিসির কোনো অনুমোদনের প্রয়োজন নেই। তবে এ নিয়মটা প্রযোজ্য হবে তাদের জন্য, যারা সরাসরি সুপার টেন-এ খেলবে।’তিনি আরো বলেন, ‘যারা সুপার টেন-এ সরাসরি খেলবে তারা ৮ মার্চ পর্যন্ত তাদের দলে পরিবর্তন আনতে পারবে। যদিও এই পরিবর্তনে আইসিসির কোনো অনুমোদনের প্রয়োজন হবে না।’তবে এ ক্ষেত্রে একান্ত মেডিকেল সম্পর্কিত কোনো কারণ ছাড়া অন্য কোনো কারণে খেলোয়াড় পরিবর্তন করাটা ঠিক হবে না বলেও তিনি জানান।আইএইচএস/বিএ