নওগাঁয় ডাম্প ট্রাকের ধাক্কায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের সরকারি গাড়ি সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা আওয়ামী লীগ নেতা রনজিত সরকার গুরুতর আহত হন।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে জেলার মান্দা উপজেলার হাজী গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায়, বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার পৌঁছার পর নওগাঁর নিয়ামতপুরে পূর্ব নির্ধারিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। খাদ্যমন্ত্রীর বহরে যোগ দিতে জেলা খাদ্য নিয়ন্ত্রকের সরকারি গাড়িসহ (ঢাকা মেট্রো-ঘ-১৪-২১৬০) দুটি গাড়ি রাজশাহীর দিকে যাচ্ছিল। সরকারি ওই গাড়িতে আওয়ামী লীগ নেতা রনজিত সরকার ও আব্দুল খালেক এবং খাদ্য পরিদর্শক সোহেল রানাসহ চারজন ছিলেন। পথে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাজী গোবিন্দপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাক গাড়িটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা চারজন আহত হয়। এদের মধ্যে রনজিত সরকার ও আব্দুল খালেককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রনজিত সরকারের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রামেকে পাঠানো হয়েছে। তবে খাদ্য পরিদর্শক সোহেল রানা ও গাড়ি চালক ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা নেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়িটি উদ্ধার করে।
জেলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান বলেন, গাড়িটি নিয়ে খাদ্যমন্ত্রীর বহরে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলে খাদ্য নিয়ন্ত্রক। গাড়িতে চালকসহ চারজন ছিলেন। পথে দুর্ঘটনায় গাড়িটি মারাত্মক ক্ষতি হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাক ওই গাড়িকে ধাক্কায় দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়।
আব্বাস আলী/আরএইচ