যশোরের মনিরামপুরের মদনপুর গ্রামে র্যালি করেছেন কাতার বিশ্বকাপে সেনেগালের সমর্থকরা। ফুটবলপ্রেমী শতাধিক যুবক এই র্যালিতে অংশ নেন।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে তারা সেনেগালের জার্সি পরে ও পতাকা নিয়ে বর্ণাঢ্য র্যালি করেন।
সেনেগালের সমর্থক ও মদনপুর বাজারের জোনাকির আলো সমবায় সমিতির নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম তোতা জানান, তারা বিগত ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপ খেলা দেখে সেনেগালকে সমর্থন করছেন। কারণ, সেলেগালের খেলোয়াড়দের কলাকৌশল মনোমুগ্ধকর। এছাড়া সেনেগালের খেলোয়াড়রা অধিক পরিশ্রমী ও সাদমাটা; এটিও তাদের ভাল লাগে।
মিলন রহমান/কেএসআর/এএসএম