দেশজুড়ে

৭ ঘণ্টা পর কাওড়াকান্দি-শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে সোমবার রাত ২টা থেকে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশা কেটে যাওয়ার পর মঙ্গলবার সকাল ৯টা থেকে স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। এ সময় মাঝ পদ্মায় আটকে পড়া ফেরিগুলোও নিজ গন্তব্যে এসে পৌঁছায় এবং পরিবহন লোড করা ফেরিগুলোও ঘাট ছেড়ে যায়।বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাট সূত্র জানিয়েছে, সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের ঔরস হওয়ায় ভক্তদের চাপ রয়েছে কাওড়াকান্দি ঘাটে।এদিকে সকালে কুয়াশা বিরাজ করায় ঢাকা-খুলনা মহাসড়কেও পরিবহন চলাচল কিছুটা কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহনের সংখ্যা বেড়েছে। ঔরসকে কেন্দ্র করে মহাসড়কে অন্যান্য দিনের চেয়ে পরিবহনের সংখ্যা একটু বেশি রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।নাসিরুল হক/এসএস/এমএস