নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগ কমিটির মূল নেতৃত্বে যারা আসবেন তাদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করে নোটিশ দেওয়া হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ডোপ টেস্টের জন্য নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন তার ফেসবুক আইডিতে এ নোটিশ আপলোড করেন।
দীর্ঘ প্রায় নয় বছর পর নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে শনিবার বিকেলে শহরের নওযোয়ান মাঠে সম্মেলন মঞ্চে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়। সেখানে স্বেচ্ছাসেবক লীগ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হতে ইচ্ছুক প্রার্থীদের ডোপ টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে- আপনারা জানেন যে, ২০ নভেম্বর নওগাঁ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সম্মেলনে যারা সভাপতি/সাধারণ সম্পাদক পদে রাজনৈতিক বায়োডাটা জমা দিয়েছেন। তাদের ১৯ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ৯ টার মধ্যে নওগাঁ ডক্টরস ল্যাব, হাসপাতাল রোড নওগাঁতে ডোপ টেস্ট করে রিপোর্ট রাত ১০টার মধ্যে দলীয় কার্যালয়ে সাধারণ সম্পাদকের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
জানা গেছে, যারা নিয়মিত মাদকসেবী বা অ্যালকোহল গ্রহণ করেন তাদের শরীরে ওই নেশা জাতীয় পদার্থের কিছুটা হলেও থেকে যায়। আর সেটিই ডোপ টেস্টে ধরা পড়ে। কোনো ব্যক্তি আদৌ মাদকাসক্ত কি না তা যাচাইয়েরে জন্য যে মেডিকেল পরীক্ষা করা হয় তা ডোপ টেস্ট। এক্ষেত্রে ওই ব্যক্তির মূত্র বা রক্ত, আবার কখনো দুটির নমুনা পরীক্ষা করা হয়।
ডক্টরস ল্যাব অ্যান্ড মেডিকেল সার্ভিসেস এর টেকনিশিয়ান মো. ইয়ালিদ হোসেন নান্টু বলেন, সন্ধ্যা ৭টার পর ১৫জন ডোপ টেস্ট এরজন্য সিরিয়াল দিয়েছে। পরে ১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। তবে একজন আসার কথা থাকলেও তিনি আসেননি। রোববার ডোপ টেস্ট রিপোর্ট (ফলাফল) দেওয়া হবে।
এ বিষয়ে নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন বলেন, নতুন কমিটির জন্য সভাপতি পদে সাতজন এবং সাধারণ সম্পাদক পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। আমরা চাই কমিটিতে যেন কোনো মাদক কারবারি, মাদকসেবী, চাঁদাবাজ স্থান না পায়। দলের পরিচ্ছন্ন ভাব বজায় রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। যারা নেতা হবে তারা মাদক ও সন্ত্রাসমুক্ত। এজন্য ডোপ টেস্ট করার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো রকম মাদকসেবী নেতৃত্বে আসতে পারবে না। তবে শিগগিরই ডোপ টেস্টের রিপোর্ট হাতে পাবো।
দলীয় সূত্রে জানা যায়, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
আব্বাস আলী/জেএস/এমএস