মাদক, অস্ত্র ও জাল টাকা রাখার অভিযোগে র্যাবের করা পৃথক তিনটি মামলায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বজলুর রহমানকে ছয়দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রোববার (২০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এ রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।
রূপগঞ্জ থানায় করা র্যাবের তিন মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সাতদিন করে মোট ২১ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। পরে আদালত শুনানি শেষে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার বজলুর রহমান চনপাড়ার মৃত নাদের বক্সের ছেলে। তিনি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম