ব্রাহ্মণবাড়িয়ার সোনারামপুরে ছাত্রদল নেতা নয়ন নিহত হওয়ার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মো. হাসান (২৫) নামের একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় জেলা বিএনপির কার্যালয়ের পার্শ্ববর্তী পৃথক দুটি স্থান থেকে লাল স্কচটেপে মোড়ানো সাতটি ককটেল উদ্ধার ও দুজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২০ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এরআগে বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। পরে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে ফিরে আসেন নেতাকর্মীরা।
এ সময় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, দলীয় কর্মসূচি শেষে ফিরে যাওয়ার সময় ছাত্রদল নেতাকর্মীরা উচ্ছৃঙ্খল আচরণ করেন। এ সময় পুলিশ তাদের থামানোর চেষ্টা করলে তারা পুলিশের ওপর হামলা এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। এতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। এ সময় দুজনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, ঘটনাস্থল ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের পাশ থেকে হাতে তৈরি সাতটি ককটেল উদ্ধার করা হয়েছে। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তবে এ ঘটনার সঙ্গে নেতাকর্মীরা জড়িত নন বলে দাবি করেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।
রুবেলুর রহমান/এসআর/জিকেএস