গাইবান্ধায় জমি বিরোধের জেরে তোফায়েল আহমেদ (৬০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের পাঠানডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোফায়েল ওই গ্রামের মৃত হাফিজল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, একই এলাকার আব্দুর রহমানের ছেলে আলমগীর হোসেনের সঙ্গে দীর্ঘদিন থেকে তোফায়েল আহমেদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে জমির আইল কাটা নিয়ে তোফায়েলের সঙ্গে আলমগীর হোসেনের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে আলমগীর হোসেন কিলঘুসি দিলে তোফায়েল অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদার রহমান জাগো নিউজকে বলেন, মরদেহে উল্লেখযোগ্য কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসজে