পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহকারী প্রতিষ্ঠান ড্রাগন সোয়েটার লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ফলাফল প্রকাশ করেছে। কোম্পানির আইপিওতে আবেদনকারীদের মধ্যে এ লটারি মাধ্যমে শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে কোম্পানির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিজয়ীদের তালিকা প্রকাশ করে কোম্পানিটি।ফল পেতে ক্লিক করুন-ট্রেক কোডক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীপ্রবাসী বিনিয়োগকারীমিউচুয়াল ফান্ডএর আগে কোম্পানিটির আইপিও আবেদন গত ১৭ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত জমা নেয়া হয়েছে। চাহিদার চেয়ে প্রায় ২১ গুণের বেশি আবেদন জমা পড়ায় কোম্পানিটি শেয়ার হোল্ডারদেরকে লটারির মাধ্যমে শেয়ার বরাদ্দ দিবে।জানা গেছে, ১০ টাকা অভিহিত মূল্যে ৪ কোটি সাধারণ শেয়ার ছেড়ে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৪০ কোটি টাকা সংগ্রহ করার অনুমোদন দেয়া নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানির যন্ত্রপাতি ক্রয়, বিল্ডিং ও সিভিল কনস্ট্রাকশন, স্পেয়ার পার্টস ক্রয়, চলতি মূলধন এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।কোম্পানির গত ৫ বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৩৩ পয়সা (ওয়েটেড এভারেজ) এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮ টাকা ৭৯ পয়সা।কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে স্বদেশ ইনভেস্টমেন্ট লিমিটেড। উল্লেখ্য, বিএসইসি ৫৬১ তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়।এসআই/জেএইচ/আরআইপি