গাইবান্ধায় বিভিন্ন কোম্পানির মোড়ক ব্যবহার করে প্রতারণার দায়ে খাদ্যদ্রব্য তৈরির একটি কারখানা সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৩ নভেম্বর) দুপুরে পৌর শহরের কুটিপাড়া এলাকার মিতালীর বাজারে এ অভিযান চালান জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস ছালাম।
আব্দুস ছালাম বলেন, নকল পণ্য উৎপাদন ও বিপণনের অভিযোগে নিউ বিসমিল্লাহ ফুড নামের ওই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন কোম্পানির মোড়ক ব্যবহার করে ভোক্তাদের সঙ্গে প্রতারিত করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কারখানা সাময়িক সিলগালা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এসজে/এমএস