জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য নিয়ে আওয়ামী লীগের নানা অভিযোগের জবাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তারা (আওয়ামী লীগ) বলে বিএনপি রাজাকারকে গাড়িতে পতাকা দিয়েছে। কিন্তু প্রথম নুরুল ইসলাম রাজাকারকে (ধর্মমন্ত্রী) তারাই (আওয়ামী লীগ) মন্ত্রী করে পতাকা দিয়েছিল। এরকম আরও আছে।বিজয়ের ডিসেম্বর মাসে সোমবার রাতে তার গুলশানের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন খালেদা জিয়া।বিএনপিকে মুক্তিযুদ্ধের দল দাবি করে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয়। তারা সব সময় জামায়াতে ইসলামীর কথা বলে, আমাদের চিহ্নিত করতে চায়। জামায়াতের সঙ্গে আমাদের অন্য কোনো আঁতাত নেই। তাদের সঙ্গে আমাদের ঐক্য শুধুমাত্র আন্দোলন ও নির্বাচনের।তিনি বলেন, দেশের কঠিন সংকট উত্তরণে আন্দোলন করতে হবে। আমাদের সঙ্গে জনগণ আছে। ৫ জানুয়ারি জনগণ আমাদের ডাকে সাড়া দিয়েছিল। এবারের আন্দোলনেও তারা সাড়া দেবে। এ আন্দোলন শুরুর আগে এবারের বিজয়ের পুরো মাস আমাদের কর্মসূচি পালন করতে হবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের জবাবে বিএনপি চেয়ারপারসন বলেন, তারা কাউকে সম্মান দিতে জানে না। আওয়ামী লীগের অবস্থা এমন হয়েছে, তারা বিএনপিকে গালিগালাজ দিতে দিতে এখন বিদেশীদেরও গালিগালাজ করছে। এখন তারা বিদেশীকে গালিগালাজ করে দেশের ভাবমূর্তি বিনষ্ট করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের আগে মন্ত্রী মতিয়া চৌধুরীও বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে গালিগালাজ করেছিল।মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, মজিবুর রহমান সারওয়ার, শাহ আবু জাফর, অ্যাডভোকেট ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক এসএম শফিউজ্জামান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।