দেশজুড়ে

সিরাজগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে আগুন, অর্ধকোটি টাকার ক্ষতি

সিরাজগঞ্জে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে ১০ দোকান ও দুটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের নাগরপাড়া বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ একটি দোকানে বৈদ্যুতিক শট-সার্কিট হওয়ার পর সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ ঘটে। খুব অল্প সময়ের মধ্যে ১০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এরপর আগুন ছড়িয়ে পার্শ্ববর্তী দুটি বাড়িও পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হন ওয়ার্কশপ ব্যবসায়ী জামিলুর রহমান, মোটরসাইকেল যন্ত্রাংশের ব্যবসায়ী আজমল হক, হোটেল ব্যবসায়ী ফরিদুল ইসলাম, চাল ব্যবসায়ী মিলন সেখ, সার ও কীটনাশক ব্যবসায়ী আব্দুল কাদের ও ওষুধ ব্যবসায়ী শাহিনসহ ১০ ব্যবসায়ী।

তাড়াশ ফায়ার সার্ভিসের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জাগো নিউজকে বলেন, ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এতে ১০ দোকান ও দুটি বাড়িও পুড়ে গেছে।

তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক জাগো নিউজকে বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আগুনে ক্ষতিগ্রস্ত ১০ ব্যবসায়ী ও দুই বাড়ির মালিকদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

এসজে/এএসএম