দেশজুড়ে

আগৈলঝাড়ায় আওয়ামী প্রার্থী তালিকায় বর্তমান চেয়ারম্যানদের প্রাধান্য

বরিশালের আগৈলঝাড়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় বর্তমান চেয়ারম্যানদের প্রাধান্য দেয়া হচ্ছে। আওয়ামী লীগের দলীয় মনোনয়নের দিক থেকে ৫টির মধ্যে ৪টিতেই বর্তমান চেয়ারম্যানরা সুবিধাজনক অবস্থায় রয়েছেন। ৪টি ইউনিয়নে দলের দেড় ডজন মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ ব্যর্থ হতে যাচ্ছে বলে জানিয়েছে আওয়ামী লীগের দায়িত্বশীল একটি সূত্র।জেলা আওয়ামী লীগের নির্বাচনী মনোনয়ন বোর্ড দু’একদিনের মধ্যে উপজেলার ৫টি ইউনিয়নের প্রার্থী তালিকা কেন্দ্রে পাঠাবে চূড়ান্ত মনোনয়নের জন্য।সূত্রটি জানায়, দলীয় প্রার্থী বাছাই করতে সোমবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির সভাপতিত্বে তার বাসভবন চত্বরে জেলা আওয়ামী লীগের নির্বাচনী মনোনয়ন বোর্ডের বিশেষ সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইফনুস এমপি, বরিশাল সদর আসনের এমপি জেবুন্নেসা আফরোজ, হিজলা-মেহেন্দীগঞ্জ আসনের এমপি পংকজ নাথ, আওয়ামী লীগ নেতা (অব.) কর্নেল জাহিদ ফারুক শমীম, হিজলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান টিপু সিকদার, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খালিদ হোসেন স্বপন, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ প্রমুখ।সভা শেষে অত্যান্ত গোপনীয়তার মধ্যে আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের দলীয় একক প্রার্থী নির্ধারণ করা হয়।ওই তালিকায় রাজিহার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিপুল দাস, বাগধা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম, রত্নপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার এবং গৈলা ইউনিয়নে আওয়মী লীগ নেতা গিয়াস মোল্লার নাম প্রার্থীর নাম প্রথম দিকে রয়েছে। তবে কোনো ক্ষেত্রে এসব প্রার্থীদের প্রার্থিতা নিয়ে ঝামেলা হলে বিকল্প প্রার্থীদেরও নাম রাখা হয়েছে।কেন্দ্রে পাঠানোর পর চূড়ান্ত ঘোষণা না দেয়া পর্যন্ত এই প্রার্থী তালিকার নাম পরিবর্তন কিংবা সংযোজন সব কিছুই সম্ভব। তাই কেন্দ্র থেকে চূড়ান্ত ঘোষণা না দেয়া পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীদের আশা ছেড়ে দেয়া উচিৎ নয় বলে জানায় আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রটি।সাইফ আমীন/বিএ