শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এক বিবৃতিতে জানিয়েছেন, ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামতে পারবেন না শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে।৭ ম্যাচ ওয়ানডে সিরিজে এরই মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। বুধবার হাম্বানটোটায় সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখী হবে দুই দল। টিম ম্যানেজার মাইকেল ডি জয়সা বলেছেন, ‘ব্যক্তিগত কারণে তৃতীয় ওয়ানডেতে জয়াবর্ধনে খেলতে পারবেন না বলে বোর্ডকে অনুরোধ জানিয়েছিলেন। বোর্ড কর্তারা তা গ্রহণ করেছেন।’সিরিজের দুই ম্যাচে দুটি হাফসেঞ্চুরি করেছেন জয়াবর্ধনে। এর মধ্যে একটি ম্যাচে ৮০ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। তার বদলে স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাটসম্যান থিলিনা কান্ডাম্বির। ২০১১ সালের পর জাতীয় দলের হয়ে কোনো ওয়ানডে ম্যাচ খেলেননি এই ৩২ বয়সী ক্রিকেটার।