ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা ও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও বড় মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।এ সময় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পৌর মেয়র এসএমএ মঈন, ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাবু, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, টুর্নামেন্টের আহ্বায়ক মাজেদ জাহাঙ্গীর প্রমুখ।পরে অতিথিবৃন্দ খেলায় বিজয়ীদলের হাতে পুরস্কার তুলে দেন। ফাইনাল খেলায় হাজীপাড়া ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে হারিয়ে সরকার মর্টস ২ সেটে জয়ী হয়। অনুষ্ঠান ও খেলা সঞ্চালনায় ছিলেন সুজন খান। এই টুর্নামেন্টে মোট ৩৪টি দল অংশগ্রহণ করে।রবিউল এহ্সান রিপন/বিএ