নাটোরে কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্টকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বেলাল হোসেন (৪৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে নাটোর শহরের নিচাবাজার এলাকার ছায়াবানী মোড়ে এ ঘটনা ঘটে।
আটক বেলাল হোসেন শহরের কানাইখালী মহল্লার মৃত কলিম উদ্দিনের ছেলে। লাঞ্ছনার শিকার ট্রাফিক সার্জেন্টের নাম মো. নুরুজ্জামান।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, দুপুরে শহরের নিচাবাজার এলাকার প্রধান সড়কের ছায়াবানী মোড়ে কর্তব্যরত ছিলেন ট্রাফিক সার্জন নুরুজ্জামান। এ সময় নিচাবাজার এলাকার মৌচাক মিষ্টান্ন ভান্ডারের সামনে একটি প্রাইভেটকার অবৈধভাবে পার্কিং দেখে তিনি সেটি সরিয়ে নিতে অনুরোধ জানান।
এ সময় গাড়ির চালক বেলাল হোসেন ক্ষিপ্ত হয়ে ট্রাফিক সার্জেন্টকে গালাগালি করতে থাকে। একপর্যায়ে সার্জেন্টকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং তার সোলজার ব্যাজ ছিঁড়ে ফেলেন। পরে পুলিশ এসে গাড়িসহ বেলালকে আটক করে থানায় নিয়ে যায়। বেলাল হোসেনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
রেজাউল করিম রেজা/এসআর/এমএস