গণমাধ্যম

মাহফুজ আনামকে নিয়ে সরকারে মতবিরোধ

ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদকের বিরুদ্ধে একের পর এক মামলার ঘটনায় সরকারে মধ্যে দুই পক্ষ তৈরি হয়েছে। তারা দুই রকম মত দিচ্ছেন। তবে সরকারের সর্বোচ্চ পর্যায়ের স্পষ্ট অবস্থানের কারণে কেউ প্রকাশ্যে কিছু বলছেন না। বিষয়টি নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ দুজন মন্ত্রীর সঙ্গে বুধবার কথা হয় জাগো নিউজের এ প্রতিবেদকের। তারা আওয়ামী লীগেরও নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন। একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, যেটি হচ্ছে সেটি বেশি বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে। এটি সরকারের জন্য ভালো নয়। এতে সরকারের ইমেজ নষ্ট হচ্ছে।  তিনি আরো বলেন, সরকারের ভেতরের কোনো ‘সরকার’ ভুল বুঝিয়ে এটি করছে। তবে আমাদের সাবধান হওয়া জরুরি। কিন্তু সংগত কারণে আমরা কিছু বলতে পারছি না।মন্ত্রিসভার ওই মন্ত্রী বলেন, যদিও কোনো মামলায় সরাসরি সরকার জড়িত নয়। তবে মানুষতো এখন অনেক বেশি সচেতন। তারা সব বুঝতে পারছে। তাছাড়া গণতন্ত্রের স্বার্থে এটি ঠিক হচ্ছে না। তবে অন্যজন বলেন, মাহফুজ আনাম ১/১১ এর কুশীলব। তাকে শাস্তির আওতায় আনা জরুরি। এই নেতা বলেন, কেউ আইনের ঊর্ধ্বে না। মাহফুজ আনাম দেশের নাগরিক। তাই তিনিও আইনের ঊর্ধ্বে নন। তার ভুলের সাজা পাওয়া উচিত।জানা গেছে, সরকারের মধ্যে মাহফুজ আনাম ইস্যুতে মতবিরোধ প্রকাশ না পেলেও এটি এখন যেন ‘ওপেন সিকরেট’। সরকারের উচ্চ মহলে বিষয়টি নিয়ে আলোচনা করা যায় কিনা সেটি নিয়ে একটি পক্ষ নিজেদের মধ্যে আলোচনা করছে বলেও  সূত্রে জানা গেছে। অপরদিকে, গত ৯ দিনে সারা দেশে ৬৪ মামলা দায়ের হয়েছে মাহফুজ আনামের নামে। এতে মানহানি ও রাষ্ট্রোদ্রোহের গুরুতর অভিযোগ আনা হয়েছে। এদিকে, মামলার ফলে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেল-আইএফজে। তবে পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি দেশের দৈনিক পত্রিকার সম্পাদকদের পর্ষদ। এসএ/এসএইচএস/এএইচ/এবিএস