বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী ইয়ো হানি সিংয়ের বিবাহবিচ্ছেদ হয়েছে সম্প্রতি। এরই মধ্যে নতুন সম্পর্কে জড়িয়েছেন এ গায়ক। বেশ কিছুদিন ধরে তার নতুন সম্পর্ক নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার তিনি নিজেই এই গুঞ্জনের মাঝে প্রেমিকার নাম প্রকাশ করেছেন।
সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। কেউ একজন এটি ভিডিওটি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, নতুন অ্যালবাম ‘হানি ৩.০’ প্রচার করছেন হানি সিংহ। আর সেই অনুষ্ঠানেই প্রেমিকা টিনা থাডানির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তিনি।
View this post on InstagramA post shared by Cineriser PR (@cineriserprofficial)
এতদিন ধরে মডেল টিনা থাডানির সঙ্গে তার সম্পর্কের যে গুঞ্জন রটছিল, তা অবশেষে আনুষ্ঠানিকভাবে নিজেই স্বীকার করে নিলেন হানি সিংহ। তাকে বলতে শোনা যায়, ‘আমার প্রেমিকা টিনা বসে রয়েছে। ও-ই (টিনা) আমার অ্যালবামের এই নাম দিয়েছে। ও বলেছে যে, তুমি হানি ৩.০।’
A post shared by Instant Bollywood (@instantbollywood)
দুজনকে একসঙ্গে হাতে হাত ধরে অনুষ্ঠানে প্রবেশ করতেও দেখা যায়।
এমএমএফ/এএসএম