দেশজুড়ে

পার্বত্য অঞ্চলে বেকারত্ব ঘোচাচ্ছে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘হিলস’

পার্বত্য চট্টগ্রামের একমাত্র দেশি এবং বড় ই-কমার্স প্ল্যাটফর্ম হিল ই-কমার্স সোসাইটি (হিলস) ফেসবুক গ্রুপ হিসেবে এক লাখ সদস্যের মাইলফলক স্পর্শ করেছে। দেড় বছরে পার্বত্য চট্টগ্রামের ৩০ জন উদ্যোক্তা তৈরি হয়েছে, যারা এখন লাখপতি। এতে পার্বত্য অঞ্চলে বেকারত্ব সমস্যা ঘুচেছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে হিলসের আয়োজনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির নেতারা।

হিলসের সভাপতি ও অ্যাডমিন মনি পাহাড়ির সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন হিল ই-কমার্স সোসাইটির কনসালট্যান্ট ওমর ফারুক, পরিচালক আশিক সুমন, ঢাকা জেলা সমন্বয়ক মাহফুজুল হক, মডারেটর পিটম চাকমা, সিনিয়র মডারেটর সুশান্ত তঞ্চঙ্গ্যা, মডারেটর স্বপ্না চাকমা, নিমা চাকমা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি তুষার চাকম। সঞ্চালনা করেন পরিচালক রন্ত কুমার তঞ্চঙ্গ্যা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, হিলসের মাধ্যমে পাহাড়-সমতলের মধ্যে একটা কার্যকরী নেটওয়ার্ক তৈরি হয়েছে। পাহাড় থেকে সমতলে যাচ্ছে পিননহাদিসহ ঐতিহ্যবাহী পোশাক, অলংকার, বাঁশের তৈরি নানান জিনিস, ব্যাগ, শীতের শাল, বুরগি, বিভিন্ন ফলমূল, জুমে উৎপাদিত সবজি ইত্যাদি। সমতল থেকে পাহাড়ে আসছে জামদানি শাড়ি, মনিপুরি শাড়ি, ওড়না, শতরঞ্জি, শীতলপাটি, ইলিশ মাছ, খেজুর গুড়, ঘি, মধু, সরিষার তেল, সিজনাল ফলমূলসহ অর্গানিক নানান কিছু।

তারা বলেন, পার্বত্য অঞ্চলে কোনো শিল্পকারখানা না থাকায় এখানে চাকরির সুযোগ খুবই কম, তাই বেকারত্বর সংখ্যা বেশি। ডিজিটাল প্ল্যাটফর্ম হিলস তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছে। এতে পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক চাকা গতিশীল হচ্ছে, বেকারত্ব দূর হচ্ছে।

সাইফুল উদ্দীন/এসআর/এএসএম