ঝিনাইদহের কালীগঞ্জের বলিদাপাড়ায় ট্রাকের চাপায় শাহ আলম চঞ্চল (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম চঞ্চল মহেশপুর উপজেলার ইসলামপুর গ্রামের হজরত আলীর পুত্র।
নিহতের আত্মীয় ইউনুচ আলী জানান, শাহ আলম মহেশপুরের বাসিন্দা হলেও বসবাস করেন কোটচাঁদপুর শহরে। কোটচাঁদপুর কলেজ মোড়ে তার একটি স্টুডিও আছে। পাশাপাশি তিনি ফটোকপি মেশিনের মিস্ত্রির কাজ করতেন। শনিবার কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজারের একজন মেশিন মেরামতের কথা বললে তিনি সেখানে যান। এরপর সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে যশোর-ঝিনাইদহ সড়কের বলিদাপাড়ায় পৌঁছালে সার বোঝায় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আব্দুর রহিম জানান, দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
আব্দুল্লাহ আল মাসুদ/কেএসআর