আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২১টি রাজনৈতিক দল প্রার্থী দেয়ার বিষয়টি নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করেছে। ইসি সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন হতে যাচ্ছে। গত ১১ ফেব্রুয়ারি প্রথম ধাপের ভোটের তফসিল ঘোষণা করেছে কমিশন।ইসির বেঁধে দেয়া সময় অনুযায়ী, এ ধাপে দলীয় প্রার্থী প্রত্যয়নের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম ও নমুনা স্বাক্ষর ইসিতে জমা দেয়ার শেষ সময় ছিল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি)। এ পর্যন্ত ২১টি দল ইসিতে চিঠি পাঠিয়েছে।এরমধ্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার নিজ নিজ দলীয় প্রার্থীর প্রত্যয়ন করবেন বলে দলগুলো চিঠিতে জানিয়েছে।সূত্র আরও জানান, এতে শেষ পর্যন্ত অংশ নেয়া রাজনৈতিক দলের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বা সমপদ মর্যাদার ব্যক্তিরা মনোনয়ন দেয়ার এখতিয়ার রাখেন। সভাপতি ও সাধারণ সম্পাদক প্রত্যয়ন করলে তা কমিশনকে চিঠি দিয়ে জানানোর বাধ্যবাধকতা নেই। এছাড়া দল মনোনীত প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থিতার সুযোগ রয়েছে। ফলে এ নির্বাচনে বিপুল সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আভাস পাচ্ছেন তারা।নিয়ম অনুযায়ী, দলপ্রতি ইউপিতে একজনকে মনোনয়ন দিতে পারবে। একাধিক মনোনয়ন দিলে ওই ইউপিতে সবার প্রার্থিতা বাতিল হবে। মনোনয়নপত্র জমা দেয়ার সময় মনোনীত প্রার্থীকে দলীয় প্রত্যয়নপত্র দিতে হবে।সূত্র জানায়, বাকি দলগুলোর মধ্যে সভাপতি বা মহাসচিব বা সমপদাধিকারীর হাতেই রাখা হয়েছে এ ক্ষমতা। ইউপিতে অংশ নিতে যাওয়া দলগুলো হচ্ছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বিকল্পধারা বাংলাদেশ, গণফোরাম, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ তরিকত ফেডারেশন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় পার্টি (জেপি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, লিবাবেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও কৃষক শ্রমিক জনতা লীগ।ইসির কর্মকর্তারা আরও জানান, ইসিতে চিঠি দেয়া দলগুলোর প্রার্থী প্রত্যয়নকারীর নাম, পদবী ও নমুনা স্বাক্ষর নিজস্ব সার্ভারের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। তারা প্রার্থী বাছাইয়ের সময় দলীয় মনোনয়নপত্র যাচাই করতে পারবেন। ২২ ফেব্রুয়ারি প্রথম ধাপের ৭৩৯ ইউপিতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় রয়েছে। বাছাই চলবে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। এসব ইউপিতে আগামী ২২ মার্চ ভোট হবে।এইচএস/বিএ