দেশজুড়ে

কাপ্তাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাসু দাশ (৩৫) নামের একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কাপ্তাই-ঘাগড়া সড়কের দেবতাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসু দাশ রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশু হাসপাতাল এলাকার বাসিন্দা।

রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙালহালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শিমুল দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে বলেন, ‘মাত্র চারদিন আগে নতুন ঘরে উঠেছেন বাসু দাশ। এলাকাবাসীকে নেমন্তন্ন করে নিজ হাতে খাইয়েছিলেন। স্বপ্ন ছিল ঘরটাকে আরও সুন্দর করবেন। কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় তার স্বপ্ন অধরা থেকে গেলো।’

নিহত বাসু দাশ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে জানান তিনি। ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগা জানান, মোটরসাইকেলটি রাঙ্গামাটির উদ্দেশ্যে যাচ্ছিল। পথে ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ি এলাকায় পৌঁছালে বিপরীতমুখী থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে চাকার নিচে পিষ্ট হয়ে মারা যান বাসু দাশ।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসান জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন জানান, পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পলাতক। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাইফুল উদ্দীন/এসআর/এমএস