বই মেলার ১৯তম দিনে শুক্রবার দুপুরে শিশুদের জন্য নাচবে সিমিপুর অনুষ্ঠানের হালুম টুকটুকি, শিকু ও ইকরিরা। জুম্মার নামাজের পরপরই এই অনুষ্ঠান শুরু হবে।বাংলা একাডেমি সূত্র জানায়, বই মেলায় শিশুদের আগমনকে উৎসাহিত করা হচ্ছে। এক সময় তাদের পদচারণায় বই মেলা প্রাঙ্গন মুখরিত হয়ে উঠবে। এজন্য এখনই দরকার শিশুদের সাহিত্যের পথে শিক্ষার আড্ডার পথে ধাবিত করা। এ লক্ষ্যেই শিশুদের জন্য অভিনব এ আয়োজন।সূত্র জানায়, জুম্মার নামাজের আগেই অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও বৈদ্যুতিক গোলযোগের কারণে অনুষ্ঠান শুরু হতে বিলম্ব হয়। তবে জুম্মা নামাজের পর অনুষ্ঠানটি শুরু হবে।জেইউ/এমজেড/এবিএস