দেশজুড়ে

ফেসবুকের কল্যাণে মায়ের কোলে ফিরলো সন্তান

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে লিমন মিয়া (১৪) এক প্রতিবন্ধী কিশোরকে ফিরে পেয়েছে তার স্বজনরা। শুক্রবার দুপুরে উপজেলার কান্দাপাড়া গ্রাম থেকে লিমনকে নিয়ে যান তার বাবা-মা। সে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার নিজ বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় লিমন। এ ঘটনায় ১৫ ফেব্রুয়ারি রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা দেলেয়াযার হোসেন। এরপর গত সোমবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা সদরের কান্দাপাড়া এলাকার কৃষক ছিদ্দিক মিয়ার বাড়ির পাশে ওই কিশোরকে দেখতে পেয়ে বিষয়টি পৌরসভার মেয়র খলিলুর রহমান টিপু মোল্লাকে জানানো হয়। এরপর মেয়র স্থানীয় সমাজ সেবা অধিদফতরের মাধ্যমে এলাকায় মাইকিং করার ব্যবস্থা করেন। ওই দিনই ছিদ্দিক মিয়ার প্রতিবেশি ফারুকুল ইসলাম বুলবুল নামে এক ব্যক্তি লিমনের ছবি তুলে ফেসবুকে পোস্ট করে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাস ও ছবি দেখে বৃহস্পতিবার রাতে লিমনের একটি নিকট আত্মীয় ফারুকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। পরে শুক্রবার দুপুরে পুলিশের উপস্থিতিতে লিমনকে তার বাবা-মার হাতে তুলে দেয়া হয়।লিমনের বাবা দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, লিমন মানসিক প্রতিবন্ধী। গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে বাসা থেকে বের হয়ে বাড়ির পাশের একটি মাঠে খেলতে যায়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। এরপর ফেসবুকে এক আত্মীয়ের মাধ্যমে তিনি ছবি দেখে জানতে পারেন লিমন বাঞ্ছারামপুরে আছেন।এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব জাগো নিউজকে বলেন, এটি কোনো অপহরণের ঘটনা নয়। প্রতিবন্ধী হওয়ায় ওই কিশোর পথ ভুল করে বাঞ্ছারামপুরে চলে এসেছিল।আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এমএস