ধর্ম

যেসব সাহাবি সবার শেষে ইন্তেকাল করেছেন

ইসলামের বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত সাহাবিদের মধ্যে যারা সর্বশেষ ইন্তেকাল করেছেন। তাঁদের মধ্যে কেউ জান্নাতের সুসংবাদ পাওয়া, কেউ বেশি হাদিস বর্ণনাকারী, কেউ নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মানিত স্ত্রী। সেসব সাহাবি কারা?

আশারায়ে মুবাশ্বারা

জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি। যারা আশারায়ে মুবাশ্বারা নামে পরিচিত। তাদের মধ্যে সর্বশেষ ইন্তেকাল করেছেন হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি ৫৫ হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন।

বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবি

বদরযুদ্ধে যেসব সাহাবি অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে সর্বশেষ মৃত্যুবরণকারী সাহাবি হলেন- হজরত আবুল ইয়াসার কাআব ইবনে ওমর আল আনসারি রাদিয়াল্লাহু আনহু। তিনিও ৫৫ হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন।

নবিজির (সা.) সহধর্মিনী

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মানিত সহধর্মিনীদের মধ্যে সর্বশেষ যিনি ইন্তেকাল করেছেন তিনি হলেন তাঁর প্রিয়তমা স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হজরত উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহা। তিনি ৬২ হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন।

আকাবায় শপথকারী সাহাবি

বায়আতে আকাবায় যারা অংশগ্রহণ করেছেন, সেসব সাহাবিদের মধ্যে সর্বশেষ মৃত্যুবরণকারী সাহাবি হলেন হজরত জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারি রাদিয়াল্লাহু আনহু। তিনি ৭৮ হিজরিতে ইন্তেকাল করেন।

রিজওয়ানে শপথকারী সাহাবি

বায়আতে রিজওয়ানে অংশগ্রহণকারী সাহাবিদের মধ্যে সর্বশেষ ইন্তেকালকারী সাহাবি হলেন হজরত ওমর ইবনে হুরাইস রাদিয়াল্লাহু আনহু। তিনি পবিত্র নগরী মক্কায় ৮৫ হিজরিতে ইন্তেকাল করেন।

দুই কেবলায় নামাজ পড়া সাহাবি

দুই কেবলা মসজিদে আকসা ও কাবা শরিফে নামাজ আদায়কারী সাহাবিদের মধ্যে যিনি সর্বশেষ ইন্তেকাল করেছেন তিনি হলেন হজরত আব্দুলল্লাহ ইবনে বুসর আল মাজিনি রাদিয়াল্লাহু আনহু। তিনি ৮৮ হিজরিতে শামে ইন্তেকাল করেন।

অধিক হাদিস বর্ণনাকারী সাহাবি

যেসব সাহাবি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বেশি হদিস বর্ণনা করেছেন এবং মদিনায় মৃত্যুবরণ করেছেন, তিনি হলেন হজরত সাহাল ইবনে সাআদ আস সায়েদি রাদিয়াল্লাহু আনহু। তিনি ৮৮ হিজরিতে ইন্তেকাল করেন।

বসরায় ইন্তেকালকারী সাহাবি

সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন যেসব সাহাবি, তাঁদের মধ্যে সর্বশেষ ও মক্কায় ইন্তেকালকারী সাহাবি হলেন, হজরত আনাস ইবনে মালেক আল আনসারি রাদিয়াল্লাহু আনহু। তিনি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেবক ছিলেন। তিনি ৯৩ হিজরিতে বসরায় ইন্তেকাল করেন।

সর্বশেষ ইন্তেকালকারী সাহাবি

সাহাবিদের মধ্যে সর্বশেষ যিনি ইন্তেকাল করেছেন তিনি হলেন, হজরত আবু তোফায়েল আমের ইবনে ওয়াসিলা আল লাইহি রাদিয়াল্লাহু আনহু। তিনি ১১০ হিজরিতে মক্কায় ইন্তেকাল করেন।

এমএমএস/জিকেএস