একুশে বইমেলা

মেলায় সৈয়দা রাশিদা বারীর পাঁচটি বই

অমর একুশে বইমেলায় লেখক সৈয়দা রাশিদা বারীর পাঁচটি নতুন বই এসেছে। শুক্রবার বাংলা একাডেমির নজরুল মঞ্চে বই পাঁচটির মোড়ক উম্মেচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। প্রকাশিত বইগুলো- শীতল হাওয়া (কবিতা) নবরাগ প্রকাশনী, মা-সন্তান (উপন্যাস) পার্ল পাবলিকেশন্স, ইসলামী চেতনায় জীবন ও জীবিকার ইবাদত (সম্পাদনা) দি রয়েল পাবলিশার্স, সিরিজ বই- মজার খেলা ছবি আঁকা- ৩ (শিশুতোষ), জাহান পাবলিকেশন্স, কঁচি কাচার বাংলা পড়া (শিশুতোষ), কঁচি কাচার সংসদ। এ নিয়ে লেখকের মোট ৮৫টি বই প্রকাশিত হলো। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে লেখক বলেন, আমার কাছে বইমেলাকে মনে হয় ঈদ-পূজা-বড়দিন। কখনো বইমেলাতে ছাড়া ঘুরে বেড়াবার মতো এনার্জি ও সময় হয় না আমার। বই কেনা ছাড়াও অন্য পথে ব্যয় করার মতো পয়সা মেলে না।তিনি বলেন, প্রাণের এই বইমেলাতে এলে আমি যেমন আনন্দ পাই তেমন সুস্থতাও ফিরে পাই। বইমেলা আমার শান্তির প্রতীক স্বর্ণালংকার। হীরে জহরতের গুদাম অমূল্য-সম্পদ। অহংকার-প্রাসাদ-প্রসাদ-প্রসাধনী। এক ব্যতিক্রমধর্মী আনন্দধাম। অমোঘ এই উৎসবমূখর দিনগুলির সঙ্গে আমি কোনো কিছুরই তুলনা করতে পারি না।এএসএস/একে/এমএস