কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন এলএলবি পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। পরে প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে আইন কলেজের ছাত্র ও জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, করোনা মহামারীসহ প্রাকৃতিক দুর্যোগে আমাদের শিক্ষাজীবন বিপর্যস্ত। এটি কাটিয়ে যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক হটকারি সিদ্ধান্ত নেয়। ৭ জানুয়ারি এলএলবি ফাইনাল পরীক্ষা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অনুষ্ঠিত হবে। পূর্বে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা হতো। ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা ৮০ কিলোমিটার যাতায়াত করে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া অত্যন্ত অসুবিধা ও ব্যয়বহুল। আমরা বিগত দিনগুলিতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পরীক্ষা দিয়ে আসছি। এবার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে স্থানান্তর করা হয়েছে। যা অত্যন্ত ব্যয়বহুল ও নারী শিক্ষার্থীদের জন্য কষ্টদায়ক।
তিনি আরও বলেন, যদি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর বাতিল না হয় তাহলে আদালতের আশ্রয় নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।
এসময় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন মোল্লা, আমিনুল ইসলাম, হালিমা খাতুন, ইয়াছমিন আক্তার, সাবরিনা আক্তার, ফজলে রাব্বি, তানভীর আজহার, মনির হোসেন, রাজবিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জিকেএস