সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ শিশু হত্যার ঘটনায় দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে সাম্প্রতিক শিশুহত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শিশু হত্যার ঘটনা সামাজিক মূল্যবোধের চরম বিপর্যয়।বিরোধীদলীয় নেতা আরো বলেন, শিশুদের সঙ্গে কারও কোনো দ্বন্দ্ব, সংঘাত থাকতে পারে না। তাদের শুধু ভালোবাসা পাওয়ার কথা। অথচ তারাই আজ চরম নিষ্ঠুরতার শিকার হচ্ছে।রওশন এরশাদ বলেন, শিশু রাজন হত্যার যেভাবে দ্রুত বিচার হয়েছে সেভাবে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে হবিগঞ্জের ৪ শিশু হত্যার অপরাধীদের দ্রুত গ্রেফতার করে যথাপোযুক্ত শাস্তি দিতে হবে। তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান। একে/এমএস