দেশজুড়ে

বিজয় মিছিলে বাধা, যুবদল-আওয়ামী লীগ সংঘর্ষে আহত ৭

ঝিনাইদহের কালীগঞ্জে বিজয় দিবসের মিছিলে যাওয়ার সময় যুবদল-ছাত্রদলের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ ঘটান ঘটে।

পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায়, বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মিছিলে অংশ নিতে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলা বিএনপির কার্যালয়ে আসছিলেন। তারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করলে সংঘর্ষ শুরু হয়। এতে সাতজন আহত হয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজাদ হোসেন নামের এক বিএনপি কর্মী জানান, বিজয় দিবসে বিএনপির একটি অনুষ্ঠান ছিল। সেজন্য নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছিলাম। কালীগঞ্জ নিমতলার মাঝামাঝি স্থানে আসলে আওয়ামী লীগের লোকজন আমাদের ওপর হামলা করে। এতে আমাদের বেশ কয়েকজন আহত হন।

স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ জানান, পৌর বিএনপির উদ্যোগে বিজয় মিছিল ছিল। নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে এ উৎসব পালনের জন্য পার্টি অফিসে আসছিলেন। এসময় আওয়ামী লীগের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে। এতে আমাদের বেশকয়েকজন নেতাকর্মী আহত হন।

তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে নেতাকর্মীদের ওপর হামলা করেছে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। হামলাকারীদের শনাক্ত করে সঠিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম জানান, তাদের অভিযোগ সত্য নয়। তাদের নিজেদের মধ্যে গ্রুপিং রয়েছে। তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। এখন আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে। এ ঘটনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কেউ যুক্ত নয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ করেননি।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/জেআইএম