নড়াইলে বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রলীগের হামলায় বিএনপি-যুবদলের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায়, জেলা বিএনপির সভাপতি-সম্পাদকের নেতৃত্বে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে যান নেতাকর্মীরা। সেখানে ফুল দেওয়ার আগে ছাত্রলীগের হামলায় সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল সাইদ বাবু, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম ও হুমায়ুন কবীর, যুবদলকর্মী বাসু আহত হন। এদের মধ্যে পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল বলেন, বিজয়ের ৫১ বছর পরও আমরা স্বাধীন হতে পারেনি। বিজয় দিবসে শহীদদের ফুলের শুভেচ্ছা জানাতে পারছি না। এটা জাতীর জন্য দুঃখজনক।
জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, বিজয় দিবসে স্মৃতিস্তম্ভে ফুলের শুভেচ্ছা জানাতে গেলে ছাত্রলীগ আমাদের ওপর হামলা করে। এতে আমাদের পাঁচ নেতাকর্মী আহত হন।
এ বিষয়ে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুর সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, হামলার ঘটনা আমার জানা নাই। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।
নড়াইল প্রতিনিধি/আরএইচ/জেআইএম