জিতেন্দর সিংয়ের দায়িত্বশীল ব্যাটিং ও শেষ দিকে মেহরান খান ও আমির আলীর ঝড়ো ব্যাটিংয়ে হংকংয়ের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে ওমান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রানের বড় সংগ্রহ পায় ওমান। শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ওমান। দুই ওপেনার জিসান মাকসুদ ও জিতেন্দর সিং দলের পক্ষে ৩৪ রান সংগ্রহ করেন। জিসানের বিদায়ের পর ভাইভাব ওয়াতিগায়েকরকে নিয়ে ৪১ রানের আরও একটি দারুণ জুটি গড়েন জিতেন্দর। এরপর এক রানের ব্যবধানে এই দুই ব্যাটসম্যান আউট হয়ে গেলে কিছুটা চাপে পরে ওমান। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন জিতেন্দর। ৩৫ বলে ৫টি চার এবং ১টি ছক্কার সাহায্যে এই রান করেন তিনি। তবে চতুর্থ উইকেট জুটিতে আদনান ইলিয়াসকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন আমির কলিম। ৩৮ রানের জুটি গড়ে চাপ সামলে নেন এ দুই ব্যাটসম্যান। তবে শেষ দিকে মেহরান খান ও আমির আলীর ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৮০ রানের বড় সংগ্রহ পায় ওমান। মাত্র ১৩ বলে ৪টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ৩২ রান করেন আমির আলী। আর ১৬ বলে ৩টি ছক্কার সাহায্যে ২৮ রান করেন মেহরান খান। হংকংয়ের পক্ষে নাদিম আহমেদ ২৭ রানে ৩টি উইকেট নিয়ে সেরা বোলার। এছাড়া হাসিব আমজাদ ও মার্ক চাপম্যান একটি করে উইকেট পান।আরটি/এনএফ/এমএস