দেশজুড়ে

আখাউড়া সীমান্তে বিজিবি-বিএসএফের যৌথ কুচকাওয়াজ

মহান বিজয় দিবসে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) যৌথ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখায় দিনটিকে স্মরণীয় করে রাখতে এই আয়োজন করা হয়। এসময় একে অপরকে ফুল, ফল, গাছের চারা ও মিষ্টি উপহার দেন তারা।

সামরিক নিয়মে এক কমান্ডে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সম্মান জানান নিজ নিজ দেশের জাতীয় পতাকাকে। চৌকস গার্ডদল সশস্ত্র সালাম ও বিউগলের সুর বাজায়। এসময় সীমান্তের দুই অংশে শত শত দর্শনার্থী জাতীয় পতাকাকে সম্মান দেখান। পাশাপাশি তারা করতালির মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কুচকাওয়াজ দলকে অভিনন্দন জানান।

যৌথ কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে থেকে উপস্থিত ছিলেন বিজিবির সরাইল রিজিওয়নের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল কাজী শামীম, ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিক হাসান উল্ল্যাহ।

বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ১২০ বিএসএফ ব্যাটালিয়নের (ফটিকছড়ি) অধিনায়ক রাথনেশ কুমার, লঙ্কা মোড়া কোম্পানি কমান্ডার এসআই বিনদ সিং প্রমুখ।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম