ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আসন্ন ইউনিয়ন পরিষদের প্রার্থী চূড়ান্ত করছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী বিভাগের ৩১ ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়েছে। জাগোনিউজের পাঠকদের জন্য তালিকাটি প্রকাশ করা হলো-জেলা : বগুড়া (১৩), উপজেলা : সারিয়াকান্দি (১২)১. সারিয়াকান্দি মো. সাহাম্মত করিম প্রামাণিক২. ফুলবাড়ী মো. আনোয়ারুত তারিক৩. কর্ণিবাড়ী মো. আজাহার আলী৪. চন্দন বাইশা মো. মাহমুদুন নবী৫. নারচী মো. আলতাফ হোসেন৬. হাটশেরপুর মো. মতিয়ার রহমান৭. চালুয়াবড়ী মো. তাজুল ইসলাম৮. কুতুবপুর মো. গাজিউল হক৯. বোহাইল মো. গোলাম মোস্তফা তরফদার১০. ভেলাবাড়ী মো. রুবেল উদ্দীন১১. কাজলা মো. রাশেদ মোশারফ১২. কামালপুর মো. হেদাইদুল ইসলামউপজেলা : দুপচাচিয়া (১)১. তালোড়া মো. তসলিম উদ্দিন আকন্দজেলা: সিরাজগঞ্জ (৯), উপজেলা : রায়গঞ্জ (৯)১. চান্দাইকোনা মো. আব্দুল হান্নান খান২. ব্রাহ্মমগাছা মো. গোলাম ছরওয়ার লিটন৩. ধামাইনগর রাইসুল হাসান৪. ধুবিল মো. আব্দুল করিম সরকার৫. ধানগড়া মীর ওবায়দুল৬. ঘুরকা মো. জিল্লুর রহমান৭. পাংগাসী মো. আব্দুস সালাম৮. নলকা মো. আবু বকর সিদ্দিক৯. সোনাখাড়া আবু হেনা মো. মোস্তফা কামালজেলা: পাবনা (০৯), উপজেলা : বেড়া (৯)১. ঢালারচর মো. কোরমান আলী সরদার২. হাটুরিয়া নাকালিয়া মো: মোস্তাফিজুর রহমান৩. মাসুমদিয়া মো. মিরোজ হোসেন৪. পুরান ভারেংগা এ. এম. রফিক উল্লাহ৫. রুপপুর মো: আবুল হাশেম উজ্জল৬. জাতসাকিনী মো: রেজাউল হক মিয়া৭. নতুন ভারেংগা মো: আমজাদ হোসেন৮. কৈটলা মো: শওকত ওসমান৯. চাকলা মো: ফারুক হোসেনএএসএস/এসকেডি