দেশজুড়ে

সীমান্তে একটা মৃত্যুও চাই না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশ-ভারতের মধ্যে যে বৈঠকগুলো হয় সেখানে সবসময় সীমান্ত হত্যা বন্ধের বিষয়টি আমরা ব্যক্ত করি। আমরা সীমান্তে একটা হত্যাও চাই না।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লালমনিরহাট চার্চ অফ গড উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সীমান্তবর্তী এলাকাগুলোতে সচেতনতা বাড়ানো প্রয়োজন। দুই রাষ্ট্রের বিধিবিধান রয়েছে যাতে ভিসা পাসপোর্ট ছাড়া কেউ না যান। আমরা সীমান্তে একটা মৃত্যুও চাই না। আশা করি সামনের দিকে শূন্যের কোঠায় নামবে।

মো. শাহরিয়ার আলম বলেন, দেশের সব যোগাযোগ বন্ধ হয়ে গেলেও পাকিস্তান পরবর্তী সময় থেকে মোগলহাটের রেল লাইনটি চালু ছিলো। সেখান থেকে কয়লা আসতো। পুরনো যত যোগাযোগের পয়েন্ট রয়েছে সেগুলো পুনরায় চালু করা হবে।

এসময় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজার করিম স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।

রবিউল হাসান/আরএইচ/জেআইএম