মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের চৌগাছায় প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৫১ জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি তপন কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জহিরুল ইসলাম জাফর, ইব্রাহিম শিকদার, আবদুল অদুদ, জেলা কমিটির সভাপতি সুদেব কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক সাইফুর রহমান। সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবি সিদ্দিক।
বক্তব্য রাখেন চৌগাছা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, চৌগাছা উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর রোকনুজ্জামান খান, সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষক বীরমুক্তিযোদ্ধা কিতাব আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ, উপজেলা সব-রেজিস্ট্রার মোস্তাক হোসেন সাকিল।
অনুষ্ঠানের শেষে সর্বসম্মতিক্রমে মেহেদী আল মাসুদকে সভাপতি ও অভিজিৎ কুমার রায়কে সাধারণ সম্পাদক মনোনীত করে ৫১ সদস্যবিশিষ্ট চৌগাছা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
মিলন রহমান/এসআর/জেআইএম