ব্রাহ্মণবাড়িয়ায় লরিচাপায় মো. আনিস (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (১৯ ডিসেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের আহরন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মো. আনিস সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের আমীর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে তিন যুবক ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে কুমিল্লা অভিমুখে যাচ্ছিলেন। তারা উল্টোপথে আহরন্দ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে আনিস নিহত হন। এসময় জুয়েল (২৪) ও বাসির (২৮) নামের দুজনকে সদর হাসপাতালে পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হোসেন জানান, মোটরসাইকেলটি উল্টোপথে যাওয়ার সময় লরির সঙ্গে ধাক্কা খায়। এসময় এক যুবক নিহত হন।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এমএস