পাবনার ঈশ্বরদীর দুটি খাদ্যগুদামে চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে সরকারি মূল্যে আমন চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) ঈশ্বরদী খাদ্যগুদামে চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েস।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জয়নাল আবেদীন জানান, ঈশ্বরদীতে তালিকাভুক্ত মিলারের সংখ্যা ৩২৯। ১৭টি অটোরাইসমিল বাদে ৩১২টি হাসকিং মিল রয়েছে। এর মধ্যে চাল সরবরাহ করতে পাঁচটি অটোরাইসমিল এবং ৪৯টি হাসকিং মিল চুক্তিবদ্ধ হয়েছে। মিলারদের কাছ থেকে প্রতিকেজি ৪২ টাকা দরে ৩ হাজার ৬৪৩ দশমিক ৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আমন চাল সংগ্রহ অভিযান উদ্বোধনে ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকার, ঈশ্বরদী এল এস ডি গুদামের কর্মকর্তা মাহফুজ আল আসাদ, মুলাডুলি সি এস ডি গুদামের কর্মকর্তা বিকাশ চন্দ্র, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ফজলুর রহমান মালিথা, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি জুলমত হায়দার, সাধারণ সম্পাদক সামছুল আলম উপস্থিত ছিলেন।
শেখ মহসীন/এমআরআর/এএসএম