মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুস সুবহানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পাল্টা যুক্তি বৃহস্পতিবার।পাল্টা যুক্তি উপস্থাপনের জন্য রাষ্ট্রপক্ষ সময় আবেদন করলে চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার এ দিন ধার্য করে।এর আগে, গত ৩০ নভেম্বর আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। গত ৫ নভেম্বর প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। এর পর ১৭ নভেম্বর রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শেষ করেন। সুবহানের বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের পক্ষে ৩০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।