জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থীদের মাঝে এ বই উপহার হিসেবে প্রদান করা হয়।
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধু সম্পর্কে কোমলমতি শিক্ষার্থীদের সুস্পষ্ট ধারণা দিতে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি এম এ মালেক এমন উদ্যোগ নেন বলে জানান সহকারী শিক্ষক রুবেল আহমেদ।
বিদায়ী শিক্ষার্থী সাবিনা খাতুন জাগো নিউজকে জানায়, এ পর্যন্ত পাঠ্যপুস্তক ছাড়া অন্য কোনো বই পড়িনি। প্রথম বারের মতো বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি পেয়ে খুব ভালো লাগছে। বইটি পড়ে জাতির জনক ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবো।
চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রহিচ উদ্দিন জাগো নিউজকে বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি বিদায়ী শিক্ষার্থীরা হাতে পেয়ে বেশ আনন্দিত।
প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি এম এ মালেক জাগো নিউজকে বলেন, শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে যতো জানবে, ততোই দেশের প্রতি ভালোবাসা জন্মাবে। আর এই জন্য বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে সভাপতির এমন উদ্দ্যোগে শিক্ষার্থী ছাড়াও উচ্ছ্বসিত হয়েছে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা। এ সময় তাছের সেখ, কোরবান আলী, সামেল সেখ ও সেলিম শেখ উপস্থিত ছিলেন।
এফএ/এএসএম