দেশজুড়ে

এজলাসে ৩০ মিনিট দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়লেন বিএনপি নেতা দুলু

লালমনিরহাট জেলা দায়রা জজ আদালতে মামলার শুনানি চলাকালে এজলাসে ৩০ মিনিট দাঁড়িয়ে থাকায় অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে তিনি অসুস্থ হয়ে পড়লে নেতাকর্মীরা তাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যান। এসময় বিচারক এস এম রেজাউল বারি মামলার শুনানি করছিলেন।

জানা গেছে, ২০১৯ সালের লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুরের একটি মামলায় আসামি ছিলেন দুলু। সেই মামলায় আজ দুপুর সাড়ে ১২টায় আদালতে হাজির হয়ে শুনানি শুনতে এজলাসে দাঁড়িয়ে ছিলেন প্রায় ৩০ মিনিট। এসময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে নেতাকর্মীরা হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি ও বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হোসেন লিমন জাগো নিউজকে বলেন, দুপুরে নেতাকর্মীরা মিলে আমরা জেলা আদালতে যাই। সেখানে ওই মামলার শুনানি চলাকালে এজলাসে দাঁড়িয়ে ছিলেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। একসময় এজলাসে পড়ে গেলে আমরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

লালমনিরহাট জেলা বিএনপির প্রচার সম্পাদক আসাদুল ইসলাম প্রামাণিক জাগো নিউজকে বলেন, এজলাসে তিনি প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে থাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বাড়িতে পাঠিয়ে দেন। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং নিজ বড়বাড়িতে অবস্থান করছেন।

লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা জাগো নিউজকে বলেন, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি সুস্থ আছেন।

রবিউল হাসান/এমআরআর/এএসএম