রাঙ্গামাটিতে নিখোঁজ ছাত্রলীগ নেতা সালাউদ্দিনের উদ্ধার দাবিতে শান্তিপূর্ণভাবে ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) থেকে বাঙ্গালহালিয়া নাগরিক পরিষদের ডাকে রাজস্থলী, চদ্রঘোনা ও বান্দরবানে এ কর্মসূচি পালিত হয়।
অবরোধের কারণে সড়কে কোনো ধরনের যানবাহন চলাচল করেনি। যান চলাচল বন্ধ থাকায় রাজস্থলীর সঙ্গে রাঙ্গামাটি, চদ্রঘোনা ও বান্দরবান বন্ধ ছিল। ফলে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক কমিটির সভাপতি এমদাদুল হক মিলন বলেন, সালাউদ্দিন রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন আমতলীপাড়া এলাকা থেকে নিখোঁজ হন। ১৭ দিন অতিবাহিত হলেও এখনো তার কোনো সন্ধান মিলেনি। তাই সালাউদ্দিন উদ্ধার না হওয়া পর্যন্ত নাগরিক কমিটি কঠোর কর্মসূচি নিবে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, দুই দিনের অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। তাকে উদ্ধারের জন্য সব ধরনের চেষ্টা চলছে।
সাইফুল উদ্দীন/আরএইচ/জিকেএস