দেশজুড়ে

মাইক্রোবাসের ধাক্কায় বাবার ভ্যান থেকে ছিটকে মেয়ের মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে মাইক্রোবাসের ধাক্কায় বাবার ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় সিনহা খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন নিহত শিশুর জমজ বোন সাবিয়া খাতুন (৫), তাদের বাবা সেলিম শেখ (৪০) ও মা তাজমিরা খাতুন (৩৩)।

বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার টাউন নোয়াপাড়া নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। স্থানীয়দের বরাত দিয়ে বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান শেখ জাগো নিউজকে বলেন, সেলিম শেখ নিজের ভ্যানে করে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ফকিরহাটের কাটাখালী মোড় থেকে নিজ বাড়িতে যাচ্ছিল। এ সময় খুলনার দিক থেকে আসা একটি মাইক্রোবাস পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। ধাক্কায় ভ্যানচালক সেলিম ও ভ্যানে থাকা তার স্ত্রী সন্তানরা ছিটকে রাস্তায় পড়ে যায়। একই সময় ঢাকার দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে শিশু সিনহা খাতুনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কারো অবস্থা গুরুতর নয়।

জেএস/এএসএম