ঝালকাঠিতে অস্ত্রের মুখে জিম্মি করে ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত আহসান হাবীব সম্রাট বিনয়কাঠি ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি জানান, রাতে সিঁধ কেটে সাতজনের ডাকাত দল বসত ঘরে ঢুকে পড়ে। পরে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে বেঁধে ফেলে। মারধর করে নগদ দেড় লাখ টাকা, তিন ভরি স্বর্ণ ও দুইটি মোবাইল ফোন নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঝালকাঠি গগন পুশিল ক্যাম্পের এএসআই সাইদুল হোসেন বলেন, ইউপি সদস্যের বসত ঘরটি নির্যন স্থানে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আতিকুর রহমান/এফএ/জিকেএস