যশোরে এরফান হোসেন (২৮) নামের এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকালে শহরের খড়কি ধোপাপাড়ায় এ ঘটনা ঘটে। এরফান হোসেন ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
আবদুল আজিজ নামের এক চা দোকানি বলেন, বিকেলে এরফান কবরস্থানের পাশে দাঁড়িয়েছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত এরফানের বুকে ছুরি মেরে পালিয়ে যায়। তিনি দুর্বৃত্তদের চিনতে পারেননি। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
যশোর হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বুকে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণের কারণে তিনি মারা গেছেন।
নিহতের মামাতো ভাই আবদুস সোবহান বলেন, খড়কি দক্ষিণপাড়ায় এরফান হোসেনের মুদি দোকান রয়েছে। কারো সঙ্গে তার বিরোধ নেই। কী কারণে তাকে হত্যা করা হয়েছে আমরা জানি না।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, কী কারণে কারা তাকে হত্যা করেছে এ মুহূর্তে বলা যাচ্ছে না। পুলিশ হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের আটকের চেষ্টা করছে।
মিলন রহমান/আরএইচ/জেআইএম