আইপিএলের মিনি নিলামের প্রথম দফার ডাকে দল পাননি বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তবে দ্বিতীয় দফায় কপাল খুলেছে তার।
লিটনের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। এই দামেই তাকে শেষ মুহূর্তে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
এবারই প্রথমবারের মত আইপিএলে খেলবেন লিটন। সপ্তম বাংলাদেশি হিসেবে আইপিএলে সুযোগ মিলছে এই তারকা ওপেনারের।
LITT(on) in #GalaxyOfKnights! #TATAIPLAuction #IPLAuction #AmiKKR #GalaxyOfKnights pic.twitter.com/3xzH29BOxP
এর আগে আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মোস্তাফিজুর রহমানের আইপিএলে দল পাওয়ার সুযোগ হয়েছিল।
এর মধ্যে সাকিব আর মোস্তাফিজই কেবল নিয়মিত খেলার সুযোগ পেয়েছেন। এবার অবশ্য সাকিবকে এখন পর্যন্ত কেনেনি কোনো দল। তবে মোস্তাফিজ আছেন দিল্লি ক্যাপিটালসে।
এমএমআর/এএসএম