লালমনিরহাটের রেললাইন দিয়ে হাঁটতে গিয়ে ট্রেনে কাটাপড়ে উত্তম কুমার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার ডিএস তেল পাম এলাকার উত্তর হলদিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উত্তম কুমার উপজেলার সিন্দুর্না ইউনিয়নের উত্তর হলদিবাড়ি গ্রামের বাড্ডু সাধুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার উত্তম কুমার রেললাইনের পাশে ভুট্টা ক্ষেত দেখে বাড়ি ফিরছিলেন। এসময় রেললাইন দিয়ে হাঁটতে গিয়ে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনেকাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি রেলওয়ে থানার অন্তর্গত।
রবিউল হাসান/জেএস/এমএস