মানিকগঞ্জ শহরে একসঙ্গে তিন কন্যাসন্তান জন্ম দিয়েছেন রেখা আক্তার (২৭) নামের এক গৃহবধূ।
রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকার একটি বেসরকারি মেডিকেল সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে তিন কন্যাসন্তান জন্ম দেন তিনি। বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ আছেন।
রেখা আক্তার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচগাছিয়া শান্তিরাম এলাকার নিল মিয়ার স্ত্রী। তারা মানিকগঞ্জ শহরের ভুল জয়রা এলাকায় ভাড়া বাসায় থাকেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রসব বেদনা নিয়ে শুক্রবার (২৩ ডিসেম্বর) মানিকগঞ্জ শহরের দোয়েল মেডিকেল সেন্টারে গৃহবধূ রেখা আক্তারকে ভর্তি করা হয়। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি তিনটি কন্যাসন্তান জন্ম দেন।
নবজাতকদের মধ্যে দুজনের ওজন ১ কেজি ৯০০ গ্রাম। অপরজনের ২ কেজি ৯০০ গ্রাম।
তিন সন্তানের বাবা নিল মিয়া জানান, তিনি মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের গাড়িচালক। চার বছর আগে বিয়ে করেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধার পাঁচগাছির শান্তিরাম গ্রামে। বর্তমানে মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা এলাকায় ভাড়া থাকেন।
তিনি বলেন, ‘ডাক্তারি পরীক্ষার মাধ্যমে আগেই জানতে পেরেছিলাম আমাদের সংসারে তিনটি নতুন মুখ আসছে। এতে আমরা পরিবারের সবাই খুশি।’
বিএম খোরশেদ/এসআর/জেআইএম