দেশজুড়ে

ব্রিজের রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

মানিকগঞ্জের শিবালয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা খেয়ে আলমাস হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন। রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাশাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আলমাস হোসেন উপজেলার তেওতা গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি স্থানীয় একটি ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানে কাজ করতেন।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, তারা পাটুরিয়া ঘাট থেকে মোটরসাইকেলে করে তারা তেওতা এলাকায় যাচ্ছিলেন। পথে কাশাদহ ব্রিজে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আলমাস নিহত হন। আহত হন সোহেল রানা ও বাচ্চু মিয়া নামের আরও দুজন। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বি.এম খোরশেদ/আরএইচ/এএসএম